গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হাসপাতাল সমাজসেবা কার্যালয়
সদর হাসপাতাল, বান্দরবান।
স্মারক নং- ৪১.০১.০৩০০.০৬০.০৬.০০২.১৮.২০ তারিখ: ২০/০৬/২০২১খ্রিঃ
সভার নোটিশ
আগামী ২১/০৬/২০২১খ্রিঃ তারিখ রোজ সোমবার বেলা ০৩:০০ ঘটিকায় বান্দরবান সদর হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পরিচালিত “রোগী কল্যাণ সমিতির” বার্ষিক সভা সিভিল সার্জন বান্দরবান মহোদয়ের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত থাকার জন্য আপনাকে বিশেভাবে অনুরোধ করা হলো।
আলোচ্য সূচীঃ
০১। বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব সংক্রান্ত।
০২। হাসপাতালের ইনডোর রোগীদের মাঝে কোভিট-19 করোনা ভাইরাস সংক্রামক রোধে
সুরক্ষিত উপকরণ বিতরণ সংক্রান্ত
০৩। বিবিধ ।
স্বাক্ষরিত/-
২০/৬/২০২১
( থুইয়ইচিং মার্মা )
সমাজসেবা অফিসার(ভাঃপ্রাঃ)
হাসপাতাল সমাজসেবা কার্যালয়
ও
সাধারণ সম্পাদক
রোগী কল্যাণ সমিতি
সদর হাসপাতাল, বান্দরবান।
প্রাপক
..............................................
.............................................
..........................................
সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে অনুলিপি প্রেরণ:
০১। সিভিল সার্জন, বান্দরবান পার্বত্য জেলা।
০২। উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, বান্দরবান।
০৩। অফিস কপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস