Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিসন

রোগী কল্যাণ সমিতি হাসপাতাল সমাজসেবা কার্যক্রম সদর হাসপাতাল বান্দরবানের লক্ষ্য ও উদ্দেশ্যেঃ

  • অসহায় গরীব রোগীদের চিকিৎসা ও কল্যাণ মূলক সহায়তা দানের  সকল প্রকার সম্ভাব্য প্রচেষ্টা চালানো।
  •  গরীব ও দুঃস্থ রোগীদের সমস্যা যেমনঃ ঔষধ, পথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সহায়তা করা।
  • রোগীদের বিনোদনমূলক সুবিধার ব্যবস্থা করা।
  • সংগঠনের সদস্য/সদস্যাদের সাময়িক হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে রোগীদের ব্যক্তিগত সমস্যার প্রতি লক্ষ রাখা।
  • রোগীদের সাথে উৎসাহজনক আলোচনা, গৃহ পরিদর্শন এবং তাদের আত্মীয় স্বজনের সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে উপকৃত করা।
  • দুঃস্থ রোগীদের কল্যাণে টাকার বিনিময়ে অথবা স্বেচ্ছায় রক্তদানের জন্য জনসাধারণকে উদ্ভুদ্ধ করা।
  • দ্রব্যাদি যেমনঃ- ঔষধ, বস্থ, পথ্য  প্রভৃতি সংগ্রহ করা।
  • দুঃস্থ রোগীদের পুনবার্সনের ব্যবস্থা করা।
  • বর্হি বিভাগের রোগীদের জন্য বিনোদন কেন্দ্র স্থাপন করা।
  • দুঃস্থ এবং গরীব রোগীদের পূনবার্সনের জন্য এলাকা ভিত্তিক জনগনের সাথে যোগাযোগ স্থাপন করা।
  • স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় অনুসন্ধান, সদস্য/সদস্যা সংগ্রহ করা।
  • বেওয়ারিশ /অসহায় গরীব মৃত ব্যক্তিদের সৎকারের সহায়তা প্রদান।
  • উন্নত চিকিৎসার জন্য প্রেরিত রোগীদের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে সহায়তা প্রদান।