Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে লক্ষ্য :

হাসপাতাল সমাজসেবা কার্যালয়টি জেলা সমাজসেবা অধিদফতর আওতাভূক্ত একটি ইউনিট। যা হাসপাতাল সমাজসেবা কার্যালয় আওতাধীন ‘‘রোগী কল্যাণ সমিতি’’ মাধ্যমে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া বান্দরবান জেলায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রমটি  ১৮/১২/১৯৮৪খ্রিঃ থেকে পরিচালিত হয়ে আসছে। হাসপাতাল সমাজসেবা এমন একটি কার্যক্রম যার মাধ্যমে হাসপাতালে চিকিৎসারত রোগীদের ক্ষেত্রে যথাসম্ভব সকল প্রতিবন্ধকতা দূর করে চিকিৎসা ব্যবস্হাকে পরিপূর্ণ ও কার্যকর করে তোলা সম্ভব। যে সব সমস্যা রোগীর রোগ নিরাময়ে মানসিকভাবে বাধাপ্রাপ্ত করে এবং চিকিৎসা সংক্রান্ত অন্যান্য সুযোগসুবিধা গ্রহণে অসমর্থ  করে সে সব সমস্যাসমূহ চিহ্নিতকরণ পূর্বক তা সমাধানে চিকিৎসক ও রোগীকে সম্ভব্য সব ধরনের সহযোগিতা প্রদানের মাধ্যমে রোগ নিরাময়ে সহায়তাদানই এ কার্যক্রমের প্রধান লক্ষ।

হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে উদ্দেশ্যেঃ

  • অসহায় গরীব রোগীদের চিকিৎসা ও কল্যাণ মূলক সহায়তা দানের  সকল প্রকার সম্ভাব্য প্রচেষ্টা চালানো।
  •  গরীব ও দুঃস্থ রোগীদের সমস্যা যেমনঃ ঔষধ, পথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সহায়তা করা।
  • রোগীদের বিনোদনমূলক সুবিধার ব্যবস্থা করা।
  • সংগঠনের সদস্য/সদস্যাদের সাময়িক হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে রোগীদের ব্যক্তিগত সমস্যার প্রতি লক্ষ্য রাখা।
  • রোগীদের সাথে উৎসাহজনক আলোচনা, গৃহ পরিদর্শন এবং তাদের আত্মীয় স্বজনের সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে উপকৃত করা।
  • দুঃস্থ রোগীদের কল্যাণে টাকার বিনিময়ে অথবা স্বেচ্ছায় রক্তদানের জন্য জনসাধারণকে উদ্ভুদ্ধ করা।
  • দ্রব্যাদি যেমনঃ- ঔষধ, বস্ত্র, পথ্য  প্রভৃতি সংগ্রহ করা।
  • দুঃস্থ রোগীদের পুনবার্সনের ব্যবস্থা করা।
  • বর্হি বিভাগের রোগীদের জন্য বিনোদন কেন্দ্র স্থাপন করা।
  • দুঃস্থ এবং গরীব রোগীদের পূনবার্সনের জন্য এলাকা ভিত্তিক জনগনের সাথে যোগাযোগ স্থাপন করা।
  • স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় অনুসন্ধান, সদস্য/সদস্যা সংগ্রহ করা।
  • বেওয়ারিশ /অসহায় গরীব মৃত ব্যক্তিদের সৎকারের সহায়তা প্রদান।
  • উন্নত চিকিৎসার জন্য প্রেরিত রোগীদের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে সহায়তা প্রদান।
  • অশিক্ষিত অজ্ঞ রোগীদের পরিবার পরিকল্পনা মা ও শিশুস্বাস্থ্য পরিচর্যা,পরিস্কার পরিচ্ছন্ন এবং সর্বোপরি সব ধরনের সংক্রামক রোগ প্রতিরোধের বিষয়ে সচেতনতা সৃষ্টি।
  • অশিক্ষিত ও দরিদ্র রোগীর মন থেকে রোগ সম্পর্কে কুসংস্কার অহেতুক ভয়ভীতি দূর করে যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণে মানসিকভাবে প্রস্তুত করে গড়ে তোলা।
  1. আমাদের অর্জনসমূহ :
  • এ পর্যন্ত সেবা প্রাপ্ত রোগীর সংখ্যা : ১২৫৭৯ জন।
  • রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য সংখ্যা : ১৬ জন।
  1. সাম্প্রতিক কর্মকান্ড :

          আর্থিক সহায়তা কর্মসূচীঃ

  • বিনামূল্যে ঔষধ, পথ্য, বস্ত্র, রক্ত ও পথ্যাদি সরবরাহ।
  • বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা করা।
  • বিনামূল্যে চিকিৎসা সামগ্রী সরবরাহ।
  • যাতায়াত ভাড়া প্রদান (এ্যাম্বুল্যান্স সহযোগিতা)।
  • পুষ্টিকর খাবার সরবরাহ করা।
  1. সামাজিক সহায়তা কর্মসূচীঃ
  •  মৃত্যুবরণকারী গরীব ও দুঃস্থ রোগীদের সৎকারের ব্যবস্থা
  •  পরিবার পরিকল্পনা গ্রহনে উদ্ভুদ্ধকরণ
  •  রক্তদানে উদ্ভুদ্ধকরণ
  •  রোগী কল্যাণ সমিতি পরিচালনার জন্য অর্থ সংগ্রহ
  •  রোগী কল্যাণ সমিতিতে যাকাত,ফিতরা,দানসহ ইত্যাদি আর্থিক সহায়তা করা

 

  1. মানসিক সহায়তা কর্মসূচীঃ
  • রোগীদের মানসিক সান্তনা প্রদান
  • রোগীদের প্রয়োজনে পরামর্শ/উপদেশ প্রদান
  • চিকিৎসা সেবা প্রাপ্তির উৎস সম্বন্ধে রোগীদের সহায়তা প্রদান
  • রোগীদের কল্যাণে যে কোন ধরনের সহায়তা প্রদান।
  • রোগীদের প্রতি সহমর্মিতা আচরণ করা।

 

  1. ভবিষ্যৎ পরিকল্পনা :
  • দীর্ঘমেয়াদী রোগীদের প্রশিক্ষণ
  • দুঃস্থ ও পরিত্যক্ত শিশুদের পূণর্বাসন।
  • অটিজম শিশুদের জন্য অটিস্টিক কর্ণা স্হাপন।
  • রোগীদের চিত্তবিনোদনের ব্যবস্থা করা।
  • রোগীর যাবতীয় তথ্য সংগ্রহ,কেইস ওয়ার্ক তৈরী ও সংরক্ষণ।