সেবা তালিকা :
১) বিনামূল্যে ঔষধ, পথ্য, বস্ত্র, রক্ত ও পথ্যাদি সরবরাহ।
২) পুষ্টিকর খাবার সরবরাহ করা।
৩) বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা করা।
৪) বিনামূল্যে চিকিৎসা সামগ্রী সরবরাহ।
৫)যাতায়াত ভাড়া প্রদান (এ্যাম্বুল্যান্স সহযোগিতা)
৬) মৃত্যুবরণকারী গরীব ও দুঃস্থ রোগীদের সৎকারের ব্যবস্থা
৭) রক্ত স্ত্রিনিং খরচ ও রক্ত ব্যাগ সহযোগিতা প্রদান
৮) দুঃস্থ ও পরিত্যক্ত শিশুদের পূণর্বাসনে পরার্মশ প্রদান
৯) রোগী কল্যাণ সমিতি পরিচালনার জন্য অর্থ সংগ্রহ
১৯) রোগী কল্যাণ সমিতিতে যাকাত,ফিতরা,দানসহ ইত্যাদি আর্থিক
সহায়তা করা উদ্ধুদ্ধকরণ
২০) রোগীদের মানসিক সান্তনা প্রদান
২১) চিকিৎসা সেবা প্রাপ্তির উৎস সম্বন্ধে রোগীদের সহায়তা প্রদান
২২) রোগীদের কল্যাণে যে কোন ধরনের সহায়তা প্রদান।
২৩) রোগীদের প্রতি সহমর্মিতা আচরণ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস